আকাশ থেকে নেমে এলো
নীল শাড়িতে নারী।
সবাই তাকে ডাকে পরী,
আমি ডাকি বুড়ি।
চুল চুইয়ে তার জ্ঞান জড়ে
হাত নারলেই কাজ,
মুখ খুললেই গানের সুরে,
মন ভরে যায় আজ।
ভাবছো কে সে?
আসলো সেজে,
পরীর সাজে সাজ।
স্বপ্নে আসে,স্বপ্নে সাজে
স্বপ্নে তার বসবাস।
===========শাহরিয়ার রাব্বী
==========৩১/জানুয়ারি/২০১৫
প্রায় ৬মাস পর লিখলাম,কেন জানিনা এখন আর আগের মত লিখতে ভালো লাগেনা।ভলো লেখাও আসেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন