বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

নীল রঙের কাব্য-০৩

নীলিমার সাথে দেখা করবে বলে
নীল তার নীল জামাটা পড়ে
নীল আকাশের নিচে একলা হাঁটছিলো।
নীল প্যান্টের পুলিশের বাঁশির শব্দে
পিছন ফিরার আগেই
নীল বোতলে পেট্রোল বোমা
নীলের নীল শার্টে এসে পড়ল,
মূহর্তের মধ্যেই আগুনের নীল শিখা
নীলকে গ্রাস করলো।
নীল আকাশের নিচে
আগুনের নীল শিখায় জ্বলন্ত
নীলের নিথর দেহ
নীল আকাশের দিখে মুখ করে পড়ে রইলো।
নীলিমা হয়তো পার্কের বেঞ্চে অপেক্ষা করছে
আর হয়তো কখনো
নীল আকাশের নিচে নীল আসবেনা।
=================শাহরিয়ার রাব্বী
=================৫ফেব্রুয়ারি২০১৫(৭:৫১অপরাহ্ণ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন