বৃষ্টির নোনা জল গালে পড়তেই
মনে পড়ে গেল সেই বসন্তের কথা।
কৃষ্ণচূড়া গাছের নিচের পিচ ডালা রাস্তায়
হাটছিলাম দুজন।
হঠাৎ একটা কৃষ্ণচূড়া তোমার গাল চুইয়ে গেল।
সেই লাল ফুলটা দিয়ে বলেছিলাম ভালোবাসি।
হাতটা ধরে বলেছিলাম পাশে আছি।
বৃষ্টির জলে কাজল লেপ্টে যাওয়া চোখে
তাকিয়ে ছিলে নিষ্পলক নিশ্চুপ।
হয়তো আবেগে,হয়তো বিষ্ময়ে।
কোন বৃষ্টি ভেজা রাতে মনেকি পড়েনা
তোমার স্মৃতিময় দিনগুলো?
================শাহরিয়ার রাব্বী
=========১৯ফেব্রুয়ারি২০১৫(প্রথম প্রহর)
মনে পড়ে গেল সেই বসন্তের কথা।
কৃষ্ণচূড়া গাছের নিচের পিচ ডালা রাস্তায়
হাটছিলাম দুজন।
হঠাৎ একটা কৃষ্ণচূড়া তোমার গাল চুইয়ে গেল।
সেই লাল ফুলটা দিয়ে বলেছিলাম ভালোবাসি।
হাতটা ধরে বলেছিলাম পাশে আছি।
বৃষ্টির জলে কাজল লেপ্টে যাওয়া চোখে
তাকিয়ে ছিলে নিষ্পলক নিশ্চুপ।
হয়তো আবেগে,হয়তো বিষ্ময়ে।
কোন বৃষ্টি ভেজা রাতে মনেকি পড়েনা
তোমার স্মৃতিময় দিনগুলো?
================শাহরিয়ার রাব্বী
=========১৯ফেব্রুয়ারি২০১৫(প্রথম প্রহর)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন