রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৫

গল্প শুনবে?


গল্প শুনবে?

গল্প শুনবে? গল্প?
৫২ এর গল্প?
৭১ এর গল্প?

এটা বীর বাঙালির গল্প,
এটা স্বাধীনতার গল্প।
ভাষার জন্য রক্ত দেবার গল্প।
গভীর রাতে মানুষ মারার গল্প।
হায়নাদের অত্যাচারের গল্প।
নর পশুর বর্বরতার গল্প।
ভাইয়ের সামনে বোনের
সম্ভ্রমহানীর গল্প।
মায়ের বুকের ছোট্ট শিশু
ছুড়ে ফেলার গল্প।
অসহায়ের আর্তনাদের গল্প।
দেশটাকে মা বলার গল্প।
বুকের রক্তে মায়ের আঁচল
রাঙিয়ে তোলার গল্প।
লাঙ্গল জোয়াল কলম ফেলে
অস্ত্র ধরার গল্প।
লাল আর সবুজ মিলে
এক পতাকার গল্প।
হায়েনাদের হারিয়ে দেবার গল্প।

এ এক নতুন ভোরের গল্প।
এ হল স্বাধীনতার গল্প।
এ হল বাংলাদেশের গল্প।
------২২ ফেব্রুয়ারী ২০১৫( রাত-১০ঃ৩৭)
 


বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

মনে কি পড়ে?

বৃষ্টির নোনা জল গালে পড়তেই
মনে পড়ে গেল সেই বসন্তের কথা।
কৃষ্ণচূড়া গাছের নিচের পিচ ডালা রাস্তায়
হাটছিলাম দুজন।
হঠাৎ একটা কৃষ্ণচূড়া তোমার গাল চুইয়ে গেল।
সেই লাল ফুলটা দিয়ে বলেছিলাম ভালোবাসি।
হাতটা ধরে বলেছিলাম পাশে আছি।
বৃষ্টির জলে কাজল লেপ্টে যাওয়া চোখে
তাকিয়ে ছিলে  নিষ্পলক নিশ্চুপ।
হয়তো আবেগে,হয়তো বিষ্ময়ে।
কোন বৃষ্টি ভেজা রাতে মনেকি পড়েনা
তোমার স্মৃতিময় দিনগুলো?
================শাহরিয়ার রাব্বী
=========১৯ফেব্রুয়ারি২০১৫(প্রথম প্রহর)

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

নীল রঙের কাব্য-০৩

নীলিমার সাথে দেখা করবে বলে
নীল তার নীল জামাটা পড়ে
নীল আকাশের নিচে একলা হাঁটছিলো।
নীল প্যান্টের পুলিশের বাঁশির শব্দে
পিছন ফিরার আগেই
নীল বোতলে পেট্রোল বোমা
নীলের নীল শার্টে এসে পড়ল,
মূহর্তের মধ্যেই আগুনের নীল শিখা
নীলকে গ্রাস করলো।
নীল আকাশের নিচে
আগুনের নীল শিখায় জ্বলন্ত
নীলের নিথর দেহ
নীল আকাশের দিখে মুখ করে পড়ে রইলো।
নীলিমা হয়তো পার্কের বেঞ্চে অপেক্ষা করছে
আর হয়তো কখনো
নীল আকাশের নিচে নীল আসবেনা।
=================শাহরিয়ার রাব্বী
=================৫ফেব্রুয়ারি২০১৫(৭:৫১অপরাহ্ণ)

সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০১৫

অজানা সে আজো

আকাশ থেকে নেমে এলো
নীল শাড়িতে নারী।
সবাই তাকে ডাকে পরী,
আমি ডাকি বুড়ি।

চুল চুইয়ে তার জ্ঞান জড়ে
হাত নারলেই কাজ,
মুখ খুললেই গানের সুরে,
মন ভরে যায় আজ।

ভাবছো কে সে?
আসলো সেজে,
পরীর সাজে সাজ।
স্বপ্নে আসে,স্বপ্নে সাজে
স্বপ্নে তার বসবাস।
===========শাহরিয়ার রাব্বী
==========৩১/জানুয়ারি/২০১৫

প্রায় ৬মাস পর লিখলাম,কেন জানিনা এখন আর আগের মত লিখতে ভালো লাগেনা।ভলো লেখাও আসেনা।