সোমবার, ২১ এপ্রিল, ২০১৪

নীল রঙের কাব্য-০২

নীলিমা যখন নীলের বিরহে
নীল জামার বুকটা
চোখের জলে আরও নীল করছিলো,
নীল তখন নীল আকাশের বুকে
নীলিমা নিয়ে দেখা স্বপ্নগুলো
মেঘ বানিয়ে উড়িয়ে দিচ্ছিলো।
∞∞∞∞∞∞∞∞শাহরিয়ার রাব্বী
∞∞∞∞∞এপ্রিল ২১-২০১৪{রাত১০:৪৫}

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন