শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

অজানা সম্পর্ক

তোমার আমার সম্পর্কটা
কি ছিল,কখনই ভাবিনি।
সবাই বলত ভালোবাসা
তুমি কখন স্বীকার করনি
আর আমিও প্রমাণ খুজিনি
ভালোবাসা না থাকলেও
সম্পর্কটা ভালোই ছিল।
খুব সুন্দর বুঝাপড়া ছিল।

সুখের কথায় হাসতাম
দুঃখ পেলে কাঁদতাম।
একসাথে ঘুরতে যেতাম,
রাস্তার ধারে ফুস্কা খেতাম।
সমস্যায় পড়লে সমাধান করতাম
দুজন দুজনার যত্ন নিতাম।

এটা কেন করলাম না,
আর ওটা কেন করলাম
সকাল সন্ধ্যা কৈফিয়ত নিতে
আমার কোন কিছু হলেই
কেঁদেকেটে নাক ফুলাতে
কোন ভুল করলে রাগ করতে
এটা সেটা নিয়ে ঝগড়া করতে
হঠাত খুশিতে আদর করতে
কিছু কিনলেই আমায় দেখাতে
রোজ সকালে ঘুম ভাঙ্গাতে
নাস্তা বানিয়ে নিয়ে আসতে
রোজ বিকালে গল্প করতে
রাত্রি হলেই ঘুম পারতে।

সেদিন একটা শার্ট কিনলাম
সাদার জমিনে বড় ছোট চেক
স্বভাবতই তোমার কাছে
নতুন শার্টে ছুটে গেলাম
কিন্তু তোমায় খুঁজে পেলামনা
অনেক খুঁজে জানতে পারলাম
তোমার বিয়ে ঠিক হচ্ছে
ওরা তোমায় দেখতে এসেছে
বুকটা কেমন জানি করে উঠল
গলাটা ভারি হয়ে আসলো অজানা আতঙ্কে
বুজতে পারছিনা এমন কেন লাগছে
তোমার বিয়ে ঠিক হচ্ছে বলে?
নাকি নতুন কিনা শার্টটা
দেখাতে পারলাম না বলে?
===========শাহরিয়ার রাব্বী
==========০৫/০৪/২০১৪ (রাত০২টা৪)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন