তবে ভাল হতো
যদি সময় না থাকত
তবে আরও ভাল হত
দুঃখের সময় বলে কিছু থাকত না
বিরহের সময় বলে কিছু থাকত না
প্রেমের সময় বলে কিছু থাকত না
আনন্দের সময় বলে কিছু থাকত না
সুখের সময় বলে কিছু থাকত না
ভালবাসার সময় বলে কিছু থাকত না
কিছু থাকুক আর না থাকুক
তোমার সাথে কোন বন্ধন থাকতো না
জীবন এ অন্তত দুঃখ বলে কিছু থাকতো না
---------------- শাহরিয়ার রাব্বী
---------------------১০:৫৯(রাত)
----------------২০/১/২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন