লেট মি ইন্ট্রডিউস মাইসেলফ আই এম
অ্যা সোশাল ডিজিজ।
নো টাইম ফর ফিলিং সরি,
আই গট হিয়ার অন মাই ওন, আই ওন্ট আস্ক ফর মার্সি, আই চুজ টু ওয়াক এলন, হোয়াটস ইউরস ইজ মাইন অ্যান্ড হোয়াটস মাইন ইজ মাইন টুও,
ইফ ইউ শেক মাই হ্যান্ড ব্যাটার কাউন্ট ইউর ফিঙ্গারস. মাই নেম ইজ রেভোলুশন. ইউ উইল মেক দ্যা রুলস আই উইল ব্রেক ইট। ডোন্ট কেয়ার হোয়াট পিপল সেই।
আমি পদ্মা পাড়ের মানুষের
মত নিম্নবর্ণের। ভাগীরথি পাড়ের ওদের মত নই।
হাল ছাড়ি না বরং কণ্ঠ ছাড়ি জোরে!!!!
নিরপেক্ষ হওয়ার চেষ্টা করি না, বরাবর
মুক্তিযুদ্ধের চেতনার সাথে আপোষহীন। আমার নেতা হিমালয়ের চেয়েও উঁচু, বিপ্লবীদের বিপ্লবী, রক্তে ভেজা স্বাধীনতার প্রতীক।
খোঁড়ো আমার ফসিল,অনুভুতির মিছিল
প্রতিক্রিয়াশীল কোনো বিপ্লবে,শোনো তুমি কি আমার হবে...........?
বিশ্বাস করি- জীবনের সব চাইতে ঘনিষ্ঠ,
বন্ধুত্বপূর্ণ ও সরল সম্পর্কের ক্ষেত্রেও
প্রশংসা ও গুণকীর্তন অপরিহার্য, ঠিক যেমন গাড়ির চাকা ঠিকভাবে চলার জন্য তৈলাক্ত জিনিস দরকার-লিও তলয়স্তয়।
বলে যাবো আমি আজ সেই কথা, মন খুলে সব কিছু, এই জীবনের উপরেও যে আছে আরও বেশি কিছু , ঘুরে ফিরে তাই একি কথা-জীবন চাইছে আরও
বেশি কিছু...............।।
আমি শাহরিয়ার রাব্বী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন