তোমার খোলা চুল এত সুন্দর কেন?
মনটা শুধু খেলতে চায়।
তোমার চোখ হরিণির মতো কেন?
মনটা শুধু তাকাতে চায়।
তোমার নাক এত উঁচু কেন?
মনটা শুধু তর্কে হেরে যায়।
তোমার ঠোঁট এত গোলাপি কেন?
মনটা শুধু চুমু দিতে চায়।
তোমার হাসিটা এত আবেগী কেন?
মনটা শুধু হারিয়ে যায়।
তোমার মুখে এত ছলনা কেন?
মনটা শুধু অবুঝ হয়ে যায়।
তোমার তিলগুলি এত মোহনিয় কেন?
মনটা শুধু ছুঁতে চায়।
তোমার বুকটা এত উদার কেন?
মনটা শুধু সেখানে থাকতে চায়।
তোমার কোমর এত সরু কেন?
মনটা শুধু জড়িয়ে ধরতে চায়।
তোমার গায়ে ফুলের গন্ধ কেন?
মনটা শুধু সুবাস নিতে চায়।
---------- শাহারিয়ার রাব্বী
------------২৬/০১/২০১৪(রাত)
শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪
তুমি এত সুন্দর কেন?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন