শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪

ভালবাসি তোমার হাসি

তোমার হাসি
শীতের পাতা ঝরা বনে
দাবানল জাগাতে পারে
তোমার হাসি
শত-মন বরফ গলিয়ে
পানি করে দিতে পারে।
তোমার হাসি
মনটা কেড়ে নিতে পারে
জীবনটাকে থামিয়ে দিতে পারে।
---------------- শাহরিয়ার রাব্বী
---------------------০৯:৩৯(রাত)
----------------২০/১/২০১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন