বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫

অন্যরকম তুমি

~oO> অন্যরকম তুমি o()~

তুমি হলে অন্যরকম
বন্ধু হলে যেমন হয়।
তুমি হলে অন্যরকম
শত্রু হলে এমনই হয়।

হাসতে গেলে কাঁদিয়ে ফেলো
কাঁদার সময় জল মুছে দাও।

তুমি হয়ত বন্ধু নও
বন্ধু হলে আকাশ দেখে হাসবে কে?
বন্ধু গুলো অন্যরকম
হাত থাকবে, নাক থাকবে
তোমার মত কাজল আঁকা চোখ থাকবে।
ভালোবেসে কথা দিলে কথা রাখবে।

তুমি হয়তো শত্রু নও
শত্রু হলে তোমায় নিয়ে
কবিতা লিখা আর হতোনা।
তোমায় নিয়ে সারাটা রাত
বেচে থাকা আর হতো না।

তুমি হলে অন্যরকম
সাপ দেখলে দৌড়ে পালাও
আমি হলাম অন্যরকম
সাপ দেখলে জড়িয়ে ধরি।
_______ শাহরিয়ার রাব্বী
_________ পচিশ| ছয়| পনের

কৃতজ্ঞতাঃ নির্মলেন্দু গুন

শুক্রবার, ১৯ জুন, ২০১৫

খোলা চিঠি

আমি কিন্তু প্রথমবার প্রেমে পরিনি ছায়া,
আগেও পরেছি,
আগেও ভালোবেসেছি,
আগেও কারো হাত ধরেছি,
কারো সাথে হয়তো সাত পাক ঘুরেছি,
আগেও কারো সাথে
ঘর বসানোর চেষ্টা করে হেরেছি।
ভালোবাসার কথা শুনলে আমার রক্তে আগুন জ্বলে উঠত।

আর এখন থেকে-
তোমাকে দেখার পর থেকে-
ভুলটা আবার করার সাহস এসেছে আমার মাঝে।

ছায়া,
যদি ভালোবাসাকে ভয় পাওয়া আমি
আবার যদি ভালোবাসতে পারি,
তবে তুমি কেন নও?

আমার তরফ থেকে এটুকু বলতে চাই শুধু-
ভালোবাসি তোমায়,
খুশি রাখবো,
সুখ-দুঃখে পাশে থাকবো।

আমার জীবনে এসব আগেও হয়েছে,
এই কথাগুলো আগেও বলেছি,
কিন্তু তোমাকে প্রথম বলছি।
__________ শাহরিয়ার রাব্বী
______ নয়|ছয়|পনের (বিকাল)

সোমবার, ১৫ জুন, ২০১৫

অচল প্রেমের পদ্য - ০৯

এক পেয়ালা বিষ
সাথে একটা চুম্বন দাও
নির্দিদায় পান করে নিবো
জীবনের সব আশায় ছেড়ে দিব।
_________ শাহরিয়ার রাব্বী
________ ষোল।।  ছয়।। পনের ( দুপুর)

তৃষ্ণা

তৃষ্ণার্ত পথিক আমি
মরু পথে একা
পিপাষিত মনটা আমার
পায়না তোমার দেখা।

এসো প্রিয়া দেখে যাও
মরনেরর পাশে বসা
তোমারি ঠোটের ছোঁয়াই
মিটবে প্রানের আশা।
________ শাহরিয়ার রাব্বী
_______ষোল।।ছয়।।পনের।।(দুপুর)

রবিবার, ১৪ জুন, ২০১৫

অচল প্রেমের পদ্য - ০৮

আমার খোলা আকাশ
বিশাল মন।
তবু তোমার স্থান নেই এতটুকু।

কারন,
তুমি স্বার্থপর।
_____ শাহরিয়ার রাব্বী
________ জুন ১৪, ২০১৫(৬:০৩- বিকাল)

বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫

চাওয়া

~oO> চাওয়া o()~

আমি জানি তুমি কোন রাজকন্যা নও
তাও আমি তোমাকে রোজই দেখি

তোমার লালচে চুল, গোলগাল মুখ,
লিপিস্টিকের বিজ্ঞাপনের মত পাতলা ঠোট,
ঠোটের কোনায় কালো তিল,
বারফি কাটা চিবুক,
কিছুই আমি চাইনা।

তোমার স্বতীত্বের গন্ধ,
ভেজা চুলের স্পর্শ,
নগ্ন বুক, ফরাসি চুম্বন,
শেষ রাতের মিলন
কিংবা ভালোবাসার আলিঙ্গন,
কিছুই আমি চাইনা।

আমি তোমার আত্নাটাকে চাই,
আমার সুখের দিনে তোমাকে চাই,
তোমার চোখের জলের ভাগ চাই,
অনেক কষ্ট পেতে চাই,
তোমাকে দুদন্ড শান্তি দিতে চাই।
_________ শাহরিয়ার রাব্বী
________ ১১ জুন ২০১৫ (সকাল ৮:৩০)