রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫

অনুভূতি

পরেরবার যখন দেখা হবে
পিছন থেকে ঝাপটে ধরবো তোমায়।
চুল সরিয়ে কানে কানে বলব ভালোবাসি,
তারপর হাতটা ধরে ঘুরিয়ে তোমায় জড়িয়ে ধরে
চুমিয়ে দিবো দু ঠোঁট,
স্পর্শে রাঙিয়ে দিবো সারা শরীর।

যদি অনুভূতি হারিয়ে ফেলো,
সেদিন আবার ফিরে পাবে,
বুজবে আমার ভালোবাসা,
অনুভব করবে আমার গন্ধ,
আমার নিশ্বাস,
ঠোঁটোর চুম্বন,
আর হাতের স্পর্শ,

যদি সত্যি ভালোবেসে থাকো,
অভিমানী তুমি অভিমান ভেঙে
আকড়ে ধরবে আমায়,
তারপর, কানে কানে বলবে "ভালোবাসি"।
…………………………………শাহরিয়ার রাব্বী
___________ ২৭ এপ্রিল ২০১৫(রাত ১:৫৫)

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

আবৃত সুন্দর

~oO> আবৃত সুন্দর o()~

প্রথম দেখাতেই,
তোমার রক্তজবা ঠোঁট
আমার মনে প্রানের আশা দিয়েছিল,
আমি শুধু বারবার দেখছিলাম।
তোমার মোটা ফ্রেমের চশমা,
কাজল আঁকা চোখটাকে আড়াল করেছিলো,
আমি সেই ফ্রেমের ফাকে তোমায় খুজছিলাম।
বৈশাখী পার্বনে শাড়িরজমিনের আড়ালে
তোমার যৌবন  উঁকি দিচ্ছিল।
আমি শুধু ওই এক দেখাতেই প্রেমে পড়েছিলাম।

তারপর সে অনেক কথা,
প্রেম ভালোবাসা বিয়ে।

কাজল কালো চোখ, রক্ত জবা ঠোঁট আজো আছে।
যৌবনের আলোর জলক যেন আগের চেয়েও বেশি।
তবে, তোমার অনাবৃত শরীর
আমাকে কেন জানি আর টানে না,
সেই মোহনীয় আকর্ষণ আর অনুভব করি না।

নারী, তুমি আবৃতেই সুন্দর
অনাবৃতে যে তোমার মোহনীয়তাটা বাড়েনা।
_____________শাহরিয়ার রাব্বী
__________ ১লা বৈশাখ ১৪২২ ( দুপুর ২:২৫)

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

অচল প্রেমের পদ্য-০৫

~oO> বৈশাখী সাজ o()~

শাড়ী, লাল পার
রূপসীর সাজ।
আজ তুমি নও নারী
তুমি বাংলার লাজ।
-------------শাহরিয়ার রাব্বী
----------১০ এপ্রিল ২০১৫

শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

কেনো এমন হয়?

কেনো এমন হয়?
কেনো এমন হয়?
বারবার তুমি স্বপ্নে আস,স্বপ্নতে কেন রও?
চোখের পাতায় লুকিয়ে থাক, চোখ খুললেই নও।
স্বপ্নে হাসো, স্বপ্নে কাদো , স্বপ্নতে কেন রও?
ভালোবাসার কথা তোমায় বলতে যে চায় মন।
শুনবে কিনা সেটাই বলো, ভীষন প্রয়োজন।
যাচ্ছ চলে ঘুমের শেষে, যাও চলে যাও তবে
আবার তুমি আসবে কবে, তা বলে যাও আগে।
ভোর বেলাতে তোমায় ছেড়ে,  থাকতে চায়না মন
আজ যেও না, প্লিজ থেকে যাও, তুমি আপনজন।
যে দিক তাকায় তোমায় দেখি, তুমি ভুবনময়।
স্বপ্ন ছেড়ে আসবে কবে, ভাববে কি প্রিয়জন?
---------------------- ৫এপ্রিল ২০১৫ (রাত ১:২০)

শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫

অচল প্রেমের পদ্য- ০৪

আমি তোমাকে একবার পেলে
বারবার মরতে রাজি।
শুধু একবার বলো ভালোবাসি
হাজারজন মারতে রাজি।
__________________
----------শাহরিয়ার রাব্বী
----- এপ্রিল ৪,২০১৫ (ভোর২:৫০)