তোমার খোলা চুল এত সুন্দর কেন?
মনটা শুধু খেলতে চায়।
তোমার চোখ হরিণির মতো কেন?
মনটা শুধু তাকাতে চায়।
তোমার নাক এত উঁচু কেন?
মনটা শুধু তর্কে হেরে যায়।
তোমার ঠোঁট এত গোলাপি কেন?
মনটা শুধু চুমু দিতে চায়।
তোমার হাসিটা এত আবেগী কেন?
মনটা শুধু হারিয়ে যায়।
তোমার মুখে এত ছলনা কেন?
মনটা শুধু অবুঝ হয়ে যায়।
তোমার তিলগুলি এত মোহনিয় কেন?
মনটা শুধু ছুঁতে চায়।
তোমার বুকটা এত উদার কেন?
মনটা শুধু সেখানে থাকতে চায়।
তোমার কোমর এত সরু কেন?
মনটা শুধু জড়িয়ে ধরতে চায়।
তোমার গায়ে ফুলের গন্ধ কেন?
মনটা শুধু সুবাস নিতে চায়।
---------- শাহারিয়ার রাব্বী
------------২৬/০১/২০১৪(রাত)
শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪
তুমি এত সুন্দর কেন?
ভালবাসি তোমার হাসি
তোমার হাসি
শীতের পাতা ঝরা বনে
দাবানল জাগাতে পারে
তোমার হাসি
শত-মন বরফ গলিয়ে
পানি করে দিতে পারে।
তোমার হাসি
মনটা কেড়ে নিতে পারে
জীবনটাকে থামিয়ে দিতে পারে।
---------------- শাহরিয়ার রাব্বী
---------------------০৯:৩৯(রাত)
----------------২০/১/২০১৪
সময়
তবে ভাল হতো
যদি সময় না থাকত
তবে আরও ভাল হত
দুঃখের সময় বলে কিছু থাকত না
বিরহের সময় বলে কিছু থাকত না
প্রেমের সময় বলে কিছু থাকত না
আনন্দের সময় বলে কিছু থাকত না
সুখের সময় বলে কিছু থাকত না
ভালবাসার সময় বলে কিছু থাকত না
কিছু থাকুক আর না থাকুক
তোমার সাথে কোন বন্ধন থাকতো না
জীবন এ অন্তত দুঃখ বলে কিছু থাকতো না
---------------- শাহরিয়ার রাব্বী
---------------------১০:৫৯(রাত)
----------------২০/১/২০১৪
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)