শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

বাইনারী প্রেম

১০ ভাবনায় কেটে যায় সময়
০১ তোমায় নিয়ে,
১০ তোমায় ছেড়ে।
__________ শাহরিয়ার রাব্বী
______ দশ/তেইশ/ষোল

বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

তোমাকে মিস করি


তোমাকে মিস করি, যখন ঘুমাতে পারিনা,
কিংবা চায়ের পরে,
কিংবা যখন খেতে মন চায় না।
সামনের চেয়ারটাতে বসা তোমায় আজো মনে পড়ে,
মনে না পড়া কোন এক গভীর রাতের বালিগুলো,
আজো শার্টে লেগে আছে।
আচ্ছা,
আমি তোমাকে যতটা মিস করি,
তুমিও কি ঠিক ততটায় করো?

----------------------অনুবাদ

শুক্রবার, ১ জুলাই, ২০১৬

অচল প্রেমের পদ্য-১৫

চাদঁটা আজো ফুরিয়ে গেলো,
তোমায় নিয়ে তোমার সাথে আমার কথা শেষ হবেকি আর কখনো?
---------শাহরিয়ার রাব্বী
________দুই||সাত||ষোল

আজ রাতে নিভে যাওয়া সে সব ব্যক্তিদের স্মরনে, যাদের না বলা কথা গুলো শেষ হবার আগেই জীবনের চাদটা নিভে গেলো।

মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

অচল প্রেমের পদ্য ১৪

এখন আর কবিতা লিখা হয় না,
খাতা পাই তো, কলম পাই না;
চারিপাশে হাতড়ে বেড়াই,
সব খুঁজে পাই, শুধু তোমায় পাই না।

____________চোদ্দ।। ছয়।। ষোল

সোমবার, ১৩ জুন, ২০১৬

try to make solution by yourself then u can learn something cool if u can't fuck ur thing u can't make ur thing ___ Shahariar Rabby

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

মৃত্যু

আমি প্রেমিকাকে সুখি করতে চাই,
আমি অন্ধকারেই থাকতে চাই,
বিধাতা আমায় মৃত্যু দাও।
……………শাহরিয়ার রাব্বী
_______________ ফেব্রুয়ারি ২৭(দ্বিপ্রহর)

বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

অচল প্রেমের পদ্য -১৩

যাবার বেলা যদি দ্যাখা না হয়,
তবে ভেবোনা ছেড়ে গেছি।
যাবার বেলা যদি কথা না হয়,
তবে ভেবোনা ভুলে গেছি।
ভেবে নিও,
আমি আছি তোমার ছায়া হয়ে।
_____________ শাহরিয়ার রাব্বী
__________আট।।জানু।।ষোল(রাত ১:৪৫)