মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

অচল প্রেমের পদ্য ১৪

এখন আর কবিতা লিখা হয় না,
খাতা পাই তো, কলম পাই না;
চারিপাশে হাতড়ে বেড়াই,
সব খুঁজে পাই, শুধু তোমায় পাই না।

____________চোদ্দ।। ছয়।। ষোল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন