বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

তোমাকে মিস করি


তোমাকে মিস করি, যখন ঘুমাতে পারিনা,
কিংবা চায়ের পরে,
কিংবা যখন খেতে মন চায় না।
সামনের চেয়ারটাতে বসা তোমায় আজো মনে পড়ে,
মনে না পড়া কোন এক গভীর রাতের বালিগুলো,
আজো শার্টে লেগে আছে।
আচ্ছা,
আমি তোমাকে যতটা মিস করি,
তুমিও কি ঠিক ততটায় করো?

----------------------অনুবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন