শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

অচল প্রেমের পদ্য -১১

আমি তোমাকে স্বাধীনতা দিতে চেয়েছিলাম
তুমি বললে গনন্ত্রের প্যাঁচ তোমার ভালো লাগেনা।
আমি তোমাকে রাজধানী দিতে চাইলাম
তুমি বললে ব্যাস্ততা তোমার ভালো লাগেনা।
আমি তোমাকে আমায় দিতে চাইলাম
তুমি বললে হারিয়ে ফেললে মারা যাবে।
অতঃপর আমি তোমাকে চাইলাম,
তুমি বললে ভালোবাসি।
_________ শাহরিয়ার রাব্বী
________ পঁচিশ||সাত||পনের(সকাল)

ময়না

~oO> ময়না o()~
.
যাচ্ছো কেন দূরে সরে?
দিচ্ছো কেন যন্ত্রনা?
মাফ করে দাও, দোষ কি আমার?
আরতো প্রানে সচ্ছেনা।
.
চাচ্ছোটা কি মনটা খুলে
একবার শুধু বলোনা।
আমি হলাম মূর্খ প্রেমিক
কিছুই কেন বুঝিনা?
.
একটু হাসো, আর কেঁদোনা
আর দিওনা বেদনা।
মানুষ আমি, মূর্খ প্রেমিক
পথের কোণার পাথর না।
.
বেশ করেছো রাগ করেছে
কষ্টটা মোর পাওনা
এনে দিবো লাল চুড়ি
আর কেদোঁনা ময়না।
_______ শাহরিয়ার রাব্বী
______ একুশ||সাত||পনের(রাত)

অচল প্রেমের পদ্য - ১০

বহু বছর আগের কোন এক জ্যোৎস্নাস্নাত রাতে কর্নফুলীর স্রোতে হারিয়ে যাওয়া রাজকন্যার কানের দুল বিংশ শতাব্দীর এক তরুন বৃষ্টি ভেজা সকালে খুজে পেয়ে মনের রাজকন্যার জন্য পকেটে পুরে নিলো।

কথা দিলাম কর্নফুলী,
তোমার দুল জোড়া আমি ফিরিয়ে দিবো
যদি তুমি আমার হও।
____ শাহরিয়ার রাব্বী
____ পনের||সাত||পনের(সকাল)