বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫

বোবা জীবনান্দ

~oO> বোবা জীবনান্দ o()~

বিকেলবেলা বনলতা ক্লান্ত স্বরে শুধালে
এতো কথা কোথায় পাও?
ক্লান্ত হও না?
কেন বিরক্ত করো?
ভাল্লাগেনা যত্তসব।

জীবনান্দ কহিল,
ভালোবাসায় কি কখনো কথা শেষ হয়?
ভালোবাসার কথা শুনতে প্রিয়া কি কখনো বিরক্ত হয়?

অতপরঃ জীবনান্দ সারাজীবনের জন্য বোবা হয়ে গেলো।
_________ শাহরিয়ার রাব্বী
_______ ২১ মে ২০১৫ ( দুপুর ১২:৫৭)

মঙ্গলবার, ১৯ মে, ২০১৫

অচল প্রেমের পদ্য ০৭


মেঘে আচ্ছন্ন এ হৃদয়
তোমারে দেখিতে পাইনা।
মোহ মেঘে আছন্ন তুমি
তোমারে দেখিতে দেয়না।
______ শাহরিয়ার রাব্বী
_______ ১৯ মে ২০১৫ (দুপুর ৩:৩০)

রবিবার, ১৭ মে, ২০১৫

অচল প্রেমের পদ্য - ০৬

আমার সামনে মৃত্যু
চোখে ভালোবাসার আহব্বান।
তুমি দিচ্ছ কষ্ট
আমার কন্ঠে বিরহের গান।
________  শাহরিয়ার রাব্বী
_____ ১৭ মে,২০১৫

শনিবার, ৯ মে, ২০১৫

বিশেষ দ্রষ্টব্য

~oO> বিশেষ দ্রষ্টব্য o()~

আকাশ পূর্নীমার চাদ
চারিপাশে জোৎস্না
রাতের বেলায় ও আমার বিছানায় রোদ্দর।

বি দ্রঃ আলোর উৎস চাদ নয়, তোমার চাদ মুখ।
_____________ শাহরিয়ার রাব্বী
____________ মে ৪,২০১৫(রাত ১২টা২০)

দূর্যোগ

~oO> দূর্যোগ o()~

গতরাতের কালবৈশাখীর ঝড়ে
তার মন থেকে ধুয়ে মুছে গেছে আমার নাম।
ভুমিকম্পে ভেঙে গেছে তার মনের মধ্যে আমার বসতি।
পূর্নীমার আলোর ঝলখানিতে সে হরিয়ে ফেলেছে দৃষ্টি,
বজ্রপাতের ভীষন শব্দে সে হারিয়ে ফেলেছে শব্দ,
চারিপাশে এখন শুধু নিস্তব্ধ নিরবতা।

পথের পাশে দাড়ানো আমাকে সে আর চিনেনা।
আমার নাম লিখা পোষ্ট সে ফিরেয়ে দেয় অচেনা বলে
আমার চিৎকার তার কানে আর পৌছাই না
আমার কোন কথার জবাব সে আর দেয়না।
সে যে আমায় এখন আর ভালোবাসেনা।
_______________ শাহরিয়ার রাব্বী
__________ ২মে২০১৫(রাত ১১:৪২)

শুক্রবার, ১ মে, ২০১৫

প্যরাসিটামল

তোমার বড় বড় চোখ দেখলেই
হারিয়ে ফেলতাম সব ভয়।
হাসি সুনলেই ভালো হয়ে যেত মন
চুলের ফাকে হারিয়ে ফেলতাম সকল দুঃখ।
তোমার স্পর্শ কাজ কারতো নাপা এক্সট্রার মত
নিমিষেয় সেরে যেত সকল ব্যাথা বেদনা।

স্বাতী,
আজ আমি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত!
ডাক্তার অবশ্য বলেছেন সব ঠিক হয়ে যাবে,
পুরো বাজার খুজেছি,
তোমার হতের ওই প্যরাসিটামল কোথাও খুজে পাইনি
না পাওয়ার বেদনা আমার মনকে হতাশ করে দিচ্ছে
মৃত্যু ভয়ে আজ আমি শঙ্কিত।
যে যাই বলুক, আমি জানি,
ঔষধ ছাড়া তো আমি আর বাচবোনা,
তোমাকে ছাড়া আমি আর বাচবোনা।
__________ শাহরিয়ার রাব্বী
----------- ২মে২০১৫-২টা ৩৮(মধ্যরাত)