~oO> বোবা জীবনান্দ o()~
বিকেলবেলা বনলতা ক্লান্ত স্বরে শুধালে
এতো কথা কোথায় পাও?
ক্লান্ত হও না?
কেন বিরক্ত করো?
ভাল্লাগেনা যত্তসব।
জীবনান্দ কহিল,
ভালোবাসায় কি কখনো কথা শেষ হয়?
ভালোবাসার কথা শুনতে প্রিয়া কি কখনো বিরক্ত হয়?
অতপরঃ জীবনান্দ সারাজীবনের জন্য বোবা হয়ে গেলো।
_________ শাহরিয়ার রাব্বী
_______ ২১ মে ২০১৫ ( দুপুর ১২:৫৭)