সোমবার, ৭ জুলাই, ২০১৪

রাজকুমারী

অচেনা এক পরী
দেখতে ও সে ভারি!
অচিনপুর থেকে
স্বপ্ন আমার দেয় এঁকে!
কখনো দেখিনা তারে
সে থাকে শুধু স্বপ্নের অগোচরে,
জানি না তো সে কে
কোথায় তার বাড়ি
শুধুই জানি স্বপ্নে পাবো তাকে
সে যে মোর স্বপ্নের রাজকুমারী।
-------------- শাহরিয়ার রাব্বী
--------------৮জুলাই ১৪(রাত2:৩০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন