তোমার কোমরের ভাঝে খুঁজে ফিরি উত্তাল সমুদ্র
তোমার চোখে খুঁজে ফিরি চাদের আলো
তোমার নাকের ডগায় খুঁজে ফিরি বিদ্রোহ
আর তোমাতে খুঁজে পাই আমার পূর্ণতা।
তোমার কোমরের ভাঝে খুঁজে ফিরি উত্তাল সমুদ্র
তোমার চোখে খুঁজে ফিরি চাদের আলো
তোমার নাকের ডগায় খুঁজে ফিরি বিদ্রোহ
আর তোমাতে খুঁজে পাই আমার পূর্ণতা।
১০ ভাবনায় কেটে যায় সময়
০১ তোমায় নিয়ে,
১০ তোমায় ছেড়ে।
__________ শাহরিয়ার রাব্বী
______ দশ/তেইশ/ষোল
চাদঁটা আজো ফুরিয়ে গেলো,
তোমায় নিয়ে তোমার সাথে আমার কথা শেষ হবেকি আর কখনো?
---------শাহরিয়ার রাব্বী
________দুই||সাত||ষোল
আজ রাতে নিভে যাওয়া সে সব ব্যক্তিদের স্মরনে, যাদের না বলা কথা গুলো শেষ হবার আগেই জীবনের চাদটা নিভে গেলো।