শনিবার, ১ আগস্ট, ২০২০

তুমি ২

তোমার কোমরের ভাঝে খুঁজে ফিরি উত্তাল সমুদ্র

তোমার চোখে খুঁজে ফিরি চাদের আলো

তোমার নাকের ডগায় খুঁজে ফিরি বিদ্রোহ

আর তোমাতে খুঁজে পাই আমার পূর্ণতা।


তুমি

তোমার চোখে খুঁজে ফিরি চাদের আলো
তোমার নাকের ডগায় খুঁজে ফিরি বিদ্রোহ
তোমার কোমরের ভাঝে খুঁজে ফিরি উত্তাল সমুদ্র
তোমার নাভির গভির কুপে খুঁজে ফিরি আমার ভালবাসা।

রবিবার, ১৭ মার্চ, ২০১৯

অবুঝ

কিছু মানুষ রাগ বুঝেনা,
কিছু মানুষ ভালোবাসা।
কিছু মানুষ দুটায় বুঝেনা।
কিছু মানুষ কিছুই বুঝেনা।
কিছু মানুষ সব বুঝে,
কিন্তু বুঝতে দেয়না।
------------------- অবুঝ
----------------১৭||০৩||১৯

শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

বাইনারী প্রেম

১০ ভাবনায় কেটে যায় সময়
০১ তোমায় নিয়ে,
১০ তোমায় ছেড়ে।
__________ শাহরিয়ার রাব্বী
______ দশ/তেইশ/ষোল

বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

তোমাকে মিস করি


তোমাকে মিস করি, যখন ঘুমাতে পারিনা,
কিংবা চায়ের পরে,
কিংবা যখন খেতে মন চায় না।
সামনের চেয়ারটাতে বসা তোমায় আজো মনে পড়ে,
মনে না পড়া কোন এক গভীর রাতের বালিগুলো,
আজো শার্টে লেগে আছে।
আচ্ছা,
আমি তোমাকে যতটা মিস করি,
তুমিও কি ঠিক ততটায় করো?

----------------------অনুবাদ

শুক্রবার, ১ জুলাই, ২০১৬

অচল প্রেমের পদ্য-১৫

চাদঁটা আজো ফুরিয়ে গেলো,
তোমায় নিয়ে তোমার সাথে আমার কথা শেষ হবেকি আর কখনো?
---------শাহরিয়ার রাব্বী
________দুই||সাত||ষোল

আজ রাতে নিভে যাওয়া সে সব ব্যক্তিদের স্মরনে, যাদের না বলা কথা গুলো শেষ হবার আগেই জীবনের চাদটা নিভে গেলো।

মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

অচল প্রেমের পদ্য ১৪

এখন আর কবিতা লিখা হয় না,
খাতা পাই তো, কলম পাই না;
চারিপাশে হাতড়ে বেড়াই,
সব খুঁজে পাই, শুধু তোমায় পাই না।

____________চোদ্দ।। ছয়।। ষোল