কন্যা ছুয়না ওই বৃষ্টির জল,
এতে আছে কষ্ট সকল।
--------- শাহরিয়ার রাব্বী
-------১:২০ বুধ,আগষ্ট ২০
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
অচল প্রেমের পদ্য -০৩
রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
বেদনা কথন
ভাবতেও পারিনি
মুখের উপর শপাৎ করে দরজাটা আজ আটকে দিবে।
হঠাৎ করে ছোট্ট ভুলে এত্ত বড় কষ্ট দিবে।
রাতের ঘুমটা এক নিমিষে হঠাৎ করে কেড়ে নিবে।
ভালোবাসি বুঝার পরও,শুধু আমায় ধোকা দিবে
কিন্তু
সকাল হলে সবি ভুলে নিয়ম করে দরজা খুলবে
সেই দরজায় শক্ত করে কাচা লোহার গ্রিল দিবে
মনটা আমার নিয়ম করে জানলা দিয়ে উকি দিবে
ঘরের ভিতর নগ্ন তুমি নতুন সাজে মন রাঙাবে
হঠাৎ আমার ছায়া দেখে ঘরের ভিতর মুখ লুকাবে।
এই চাঁদমুখ দেখার লাগি আবার হাজার কষ্ট দিবে।
__________ শাহরিয়ার রাব্বী
________২:১৫ সোম,আগষ্ট ১৮
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)